অনলাইন ডেস্ক
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত ২৬ সেপ্টেম্বর প্রথম মাঠে নামেন তামিম। কিন্তু বৃষ্টির কারণে সে ম্যাচে ব্যাট করা হয়নি তাঁর। ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। পরের ম্যাচও হয়নি।এভারেস্ট প্রিমিয়ার লিগে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে তামিম অবশেষে ব্যাটিং করেছেন। বিরাটনগর ওয়ারিয়র্সকে হারিয়েছে তামিমের দল।
জয়ের জন্য ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভাইরাহাওয়াকে ভালো শুরু এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও প্রদীপ আইরি। উদ্বোধনী জুটিতে তাঁরা দুজনে মিলে যোগ করেন ২৭ রান। ডানহাতি ওপেনার আইরি ২২ রান করে সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। এরপর তিনে নামা উপুল থারাঙ্গার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন তামিম। একটি করে ছক্কা ও চার মারলেও ব্যাটিং জমাতে পারেননি বাংলাদেশের এই ওপেনার। রামনরেস গিরির বলে ক্যাচ তুলে দিয়ে ১৩ বলে ১২ রান করে আউট হয়েছেন তামিম।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে অল আউট হয় বিরাটনগর। দলটির হয়ে সর্বোচ্চ ২৫ রান এসেছে শ্রীলঙ্কার দিলশান মুনাবিরার ব্যাট থেকে। এ ছাড়া সুমিত মহরজান ১৩, আসিফ শেখ ১১ এবং অনিল শাহ ১১ রান করেছেন। ভাইরাহাওয়ার হয়ে ধামিকা প্রসাদ ও আরিফ শেখ নিয়েছেন তিনটি করে উইকেট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা