ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে জাতীয় সমাবেশ করবে রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ।
প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে রিক্সা-ইজি বাইকসহ স্বল্প গতির যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণ, বিকল্প কর্মসংস্থান ছাড়া রিক্সা, ব্যাটারী রিক্সা, ইজি বাইক উচ্ছেদ ও হয়রানী বন্ধ কর- এই ৩ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বিভিন্ন জেলার রিক্সা ও ইজি বাইক শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সংগ্রাম কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব ইমরান হাবিব রুমন এক যৌথ বিবৃতিতে উক্ত সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন এবং সারাদেশের মানুষের কাছে এই আন্দোলনের খবর পৌঁছে দেয়ার জন্য সাংবাদিকদের উপস্থিতি প্রত্যাশা করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা