করোনা ভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটিতে ব্যাংকারদের কর্মস্থল ও বাসায় ফেরা সুগম করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।
শনিবার (৪ এপ্রিল) স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনের কাছে গভর্নর এই চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোর কেন্দ্রীয় ব্যাংকসহ দেশের বিভিন্ন তফসিলি ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারী স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে কর্মস্থল ও বাসস্থানে যাতায়াতের ক্ষেত্রে তারা এবং তাদের বহনকারী যানবাহন কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে না হয়। সে লক্ষ্যে দায়িত্বরত আইনশৃংখলা রক্ষাবাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে পুলিশের কথা কাটাকাটির ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, দুইজন নারী ও একজন পুরুষ ব্যাংক কর্মকর্তার গাড়ি গতিরোধ করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এসময় এক নারী বলেন, আমি ব্যাংকে যাব, ব্যাংকে সার্ভিস করি। আইডি কার্ড আছে দেখুন। আরেক নারী কর্মকর্তাকে রিক্সা থেকে নামিয়ে দেন। সবাইকে বাসায় ফিরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ।
বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হওয়ার পর শনিবার ছুটির দিন হওয়ার পরও গভর্নর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করে চিঠি পাঠিয়েছেন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা