ব্যক্তি উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নত করা সম্ভব বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত উক্ত উন্সিলের সিনিয়র সদস্য ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, মুজিব পরিবারের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশ স্বাধীনতা পেয়েছে আর দেশ উন্নয়ন পাচ্ছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ যেমন শিল্পায়িত হচ্ছে সেখানে আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে যুগোপযোগি দক্ষতা অর্জন করতে হবে।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প রয়েছে এবং গ্রামে অনেক উন্নয়নমূলক কাজ চলছে আর ঢাকার তুলনায় গ্রামে গেলেই অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যকালে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক বলেন, সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই কল্যাণ তহবিল ব্যবস্থা করার জন্য। কিন্তু সাংবাদিক পেশার ভবিষ্যৎ এর জন্য বেতন, নিয়োগসহ একটা নির্দিষ্ট কাঠামোর ব্যবস্থা করতে হবে। নবম সংবাদপত্র মজুরী বোর্ড বাস্তবায়ন নিয়ে নোয়াব সদস্যের আচরণ হতাশাব্যঞ্জক।
বিশেষ অতিথির বক্তব্যকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মুজিববর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবদান নিয়ে একটি সংকলন প্রকাশের জন্য সাংবাদিকদের স্বস্ব ঘটনা লিখে পাঠানোর জন্য আহ্বান জানান।
ডিএসইসি এর সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কাউন্সিলের নানা প্রতিবন্ধকতা ও গুরুত্ব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দৈনিক সমকালের উপ সম্পাদক সাঈদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা