অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া, প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যে কোন ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করেন। এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে লেবাননের রাজধানী বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে এ পর্যন্ত ১৩৫ জন মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ।
এই ঘটনায় ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ৪ জন হলেন – ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল ও মাদারীপুরের মিজান। নিহতরা দেশটিতে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।
তাছাড়া এই বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ এর ক্ষতি হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা