অনলাইন ডেস্ক
অবশ্য শুধু জনি বেয়ারস্টোর নাম বললে ভুল হবে। কেননা সপ্তম উইকেট জুটিতে বেয়ারস্টোর সঙ্গ দেন মার্ক উড।
তৃতীয় দিনের শুরুতে বৃষ্টি বাগড়ার কারণে খেলা শুরু হতে দেরি হয়। প্রথম সেশনে খেলা হয়েছে ১৬.৫ ওভার। তখন শাসন করেছে অস্ট্রেলিয়ার বোলাররা। দিনের পঞ্চম ওভারের দ্বিতীয় বল, হাসিব হামিদ ৬ রানে বোল্ড মিচেল স্টার্কের কাছে বোল্ড। দলের রান ২২। এরপর স্কোরবোর্ডে রান যখন ৩৬, তখন সেই সংখ্যায় কোনো পরিবর্তন না আসতেই টপাটপ আরো ৩ উইকেট পড়ে যায়।
জ্যাক ক্রলি (১৮) ও দলের নির্ভরতার প্রতীক জো রুট (০) ফিরে গেলেন স্কট বোল্যান্ডের শিকার হয়ে। ক্যামেরন গ্রিন ফেরান ডেভিড মালানকে (৩)। ২২ গজে জুটি বাঁধলেন বেয়ারস্টো ও বেন স্টোকস। ক্রিজ আঁকড়ে পড়েছিলেন তারা গোটা এক সেশন। লাঞ্চ থেকে চা বিরতিতে তারা গেছেন ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে, স্টোকস ততক্ষণে ছুঁয়েছেন ফিফটি।
স্টোকস ৬৬ রানে আউট হওয়ার শূন্যরানেই পড়েন জস বাটলার। আর তাতেই ফলোঅনে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু সপ্তম উইকেট জুটিতে মার্ক উডকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়লে ফলোঅনে এড়িয়ে যায় দল। ব্যক্তিগত ৩৯ রানে সাজঘরে ফেরেন উড।
এদিকে ততক্ষণে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন বেয়ারস্টোর। পরে জ্যাক লিচকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন তিনি। বেয়ারস্টো অপরাজিত থাকেন ১০৩ রানে। এদিকে লিচ অপরাজিত থাকেন ৪ রানে।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ক্যামেরুন গ্রিন, নাথান লায়ন ও মিচেল স্টার্ক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা