অনলাইন ডেস্ক
নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার বেহাল দশা। নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক। নষ্ট হয়ে পড়ে রয়েছে চিকিৎসা সরঞ্জাম। শয্যার অভাবে সেবা নিতে এসে ভুগতে হয় রোগীদের। তবে পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে জানালেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক চিকিৎসক।
নামে আধুনিক হাসপাতাল হলেও সেবায় বেশ পিছিয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতাল। জনবল সংকট ও প্রয়োজনীয় শয্যা না থাকাসহ নানান সংকটে ভুগছে হাসপাতালটি। এই হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ৪০টি। এর মধ্যে ২৬টি পদই শূন্য। কর্মরত আছেন আছেন মাত্র ১৪ জন চিকিৎসক।
এছাড়া প্রয়োজনীয় শয্যা না থাকায় রোগীদের ফ্লোরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বেহাল দশা অপারেশন থিয়েটারেরও। অকেজো হয়ে পড়ে আছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। হাসপাতালটির জন্য নতুন ভবন নির্মাণ হলেও তা এখনও চালু হয়নি। সব মিলিয়ে রোগীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালের এমন বেহাল অবস্থার কথা স্বীকার করলেন এখানকার চিকিৎসকরাও।
তবে হাসপাতালটির উন্নয়নে নানা পদক্ষেপ নেয়ার কথা জানালেন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক আব্দুল গফফার।
তিনি মনে করেন, অচিরেই হাসপাতালের সব সমস্যার সমাধান হবে।