অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ সিটির আওতাধীন বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনায় লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।
সেখানে বলা হয়, প্রবিধানমালা, ২০২২-এর আলোকে ‘সরকার ব্যতীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন কোনো জমি, স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো বা খোলা জায়গা, যে স্থানে বহু সংখ্যক ক্রেতা–বিক্রেতার মধ্যে খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাকসবজি, পানীয়, পশু–পাখিসহ দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পূর্বনির্ধারিত অথবা দর কষাকষির মাধ্যমে ক্রয়–বিক্রয় সম্পাদিত হয়,’ এমন ক্ষেত্রে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করতে হবে।
অন্যথায় লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিটি করপোরেশন এলাকায় বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা করলে তার বিরুদ্ধে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’–এর ধারা ৯২-এর অধীন পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিক বর্ণিত অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা