অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব দাবি জানানো হয়।
তাদের দাবির মধ্যে রয়েছে- সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, সাশ্রয়ী জ্বালানি তেলের যোগান, উচ্চ কর রহিত করা, যৌক্তিক সারচার্জ নির্ধারণ ও অসম প্রতিযোগিতার অবসান করা।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি এয়ারলাইনগুলোর সমস্যা জানতে সংসদীয় কমিটি এওএবি কে বৈঠকে আমন্ত্রণ জানায়। বৈঠকে অংশ নিয়ে তারা বেসরকারি খাতের এয়ারলাইন্সের বিভিন্ন সমস্যা তুলে ধরে। তাদের পক্ষ থেকে বলা হয়, বেসামরিক বিমান চলাচল আইনের আলোকে প্রয়োজনীয় নীতিমালা অপর্যাপ্ত ও অসামাঞ্জস্যপূর্ণ। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নীতিমালা করা প্রয়োজন।
তারা আরও জানায়, এয়ারলাইনের পরিচালনার মোট ব্যয়ের প্রায় ৫০ ভাগ খরচ হয় জেট ফুয়েলে। কিন্তু অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে ৩০-৪০ শতাংশ বেশি দামে তেল কিনতে হয়।
সংগঠনটি জানায়, পদ্মা অয়েলের কাছ থেকে সবাই তেল কিনতে বাধ্য। বিশ্ব বাজারে তেলের দাম বাড়লে এখানে দাম বাড়ানো হয়। কিন্তু দাম কমলে আর কমানো হয় না। এছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক মানদণ্ডে দেশে সিভিল এভিয়েশনের নির্ধারণ করা চার্জ ও সারচার্জ অনেক বেশি। বেসরকারি এয়ার লাইন্সগুলোকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে অনেক বেশি কর দিতে হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বেসামরিক বিমান পরিচালনাকারী মালিকদের যৌক্তিক চাহিদাগুলোর সঙ্গে রাজস্ব বোর্ড, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো একত্রিত করে মন্ত্রণালয়কে তাদের সঙ্গে বৈঠক করার সুপারিশ করে সংসদীয় কমিটি।
কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে অবস্থিত তিন থেকে পাঁচ তারকা হোটেলে ৬ মাসের ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হোটেলগুলোর সঙ্গে বৈঠক করার সুপারিশ করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা