অনলাইন ডেস্ক
সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন। আরও বলেন, যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, মানুষই বিএনপিকে প্রতিহত করবে। বিএনপি ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসীই তাদের অচল করে দেবে। নির্বাচনে বাধা দিতে এলে হাত ভেঙে দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যোন্নয়নে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। একটি মানুষকেও যাতে না খেয়ে মরতে না হয় সে ব্যবস্থা করেছেন তিনি।
সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, নির্বাচন যথাসময়ে হবে, যারা শান্তি ও উন্নয়ন ব্যাহত করতে চায় তাদের শক্ত হাতে দমন করা হবে। সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, আগামী নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা