অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা আদর্শকে সম্পূর্ণ নিঃশেষ করার জন্যই চার নেতার হত্যাকাণ্ড। জিয়াউর রহমান শুধু যে খুনিদেরকে প্রশ্রয় দিয়ে পুরস্কৃত করেছেন তা নয়, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েও তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।
যখন একটি দেশের রাষ্ট্রদূত হয় একজন খুনি, তখন সেই দেশের ভাবমূর্তি কোথায় থাকে?
জিয়া ক্ষমতায় আসার পর একটা এলিট শ্রেণি তৈরি করে। জিয়াউর রহমান দল তৈরি করে। অথচ হাইকোর্টের রায় আছে, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে জিয়া। অবৈধভাবে যে ক্ষমতা দখলকারী সে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে দল গঠন করে তখন সেই দলও তো অবৈধ হয়ে যায়। জিয়ার রহমান ক্ষমতা দখলের পর একের পরে ক্যু হয়েছে। সেনাবাহিনীর সৈনিক, অফিসারদেরকে একে একে হত্যা করা হয়েছে। অনেকে জানেই না তাদের অপরাধ কি? এমনও ঘটনা ঘটেছে কারাগারে একই দিনে দশ জনের ফাঁসি দেয়া হয়েছে। এই জিয়াউর রহমান ফাঁসি দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার, বগুড়া, রাজশাহীতে। রাষ্ট্রপতির অর্ডার ছাড়া তো ফাঁসি হয় না।
যে স্বাধীন সার্বভৌম দেশ, সেই সার্বভৌমত্বটাকে তারা নষ্ট করতে চেয়েছিল। যে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার দখল করে, সে একাধারে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি ঘোষণা দেয় নিজেকে। সে আবার গণতন্ত্র আনে কিভাবে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক অপপ্রচার করেও আন্তর্জাতিকভাবে শেখ মুজিবরের নাম মুছতে পারেনি তারা। স্বাধীনতার সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৯ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছিলেন যা বাংলাদেশে ইতিহাস। তিনি খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছিলেন। তিনি সব সময় চেয়েছিলেন বাঙালি জাতি মর্যাদার জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু সেটা হতে দেওয়া হয়নি।
একটা সমাজকে ধ্বংস করার যত কাজ সব তারা করেছে। মাদক ধরিয়ে দিয়ে যুব সমাজকে তারা প্রমোদ ভ্রমণে পাঠাত। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছিলো অস্ত্রের ঝনঝনানি।
শুধু জিয়াউর রহমান কেন? জিয়ার পদাঙ্ক অনুসরণ করে সেই খুনিদেরকে প্রশ্রয় দিয়েছে এরশাদও। খালেদা জিয়াতো আরো এক ধাপ বেশি যায়। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে কোন দল অংশগ্রহণ করেনি। যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি হয়েছে যাদের, তারা অনেকেই খালেদা জিয়া ক্যাবিনেটের মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল। অর্থাৎ একদিকে যুদ্ধ অপরাধী আরেকদিকে খুনি।
ওদের চরিত্রটাই আসলে এরকম। খালেদার আমলে সার চাওয়ার গুলি করে হত্যা করা হয়েছে কৃষককে। রোজার দিনে শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের ন্যায্য মজুরীর জন্য, কিন্তু তারা পেয়েছিল বুলেট।
তিনি বলেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদাকে আবারো জেলে পাঠিয়ে দেবো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা