অনলাইন ডেস্ক
তবে, শিক্ষা কার্যক্রম এখনও পুরোপুরি চালু হয়নি। ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি বন্ধ, হলের গণরুম-গেস্টরুম নির্মূলসহ বিভিন্ন দাবিতে রোববার দিনভর আন্দোলন আর বিক্ষোভ মিছিল হয় ক্যাম্পাসে।
এছাড়া উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ অনেকে পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রমও অনেকটা স্থবির।
বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে ইতিমধ্যে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য শিক্ষা, রেজিস্ট্রার ও প্রক্টরসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক ও ব্যক্তিরা। এতে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির। এরমধ্যেই অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের মতো খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রোববার শুরুর দিনে দু একটি ক্লাস হলেও অধিকাংশ ক্লাসই ছিল শিক্ষক-শিক্ষার্থী শূন্য।
কোটা সংস্কার আন্দোলনের বিরোধীতা করা শিক্ষকদের পদত্যাগসহ নানা দাবিতে রোববার দিনভর বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এছাড়া ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ, গণরুম প্রথা বাতিল ও জাকসু নির্বাচন দেয়ার দাবিও জানানো হয়। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে স্বৈরাচার সরকারের দোসরদের বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সবকিছু নতুন করে ঢেলে সাজানোর দাবি জানান ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম ও আব্দুর রশিদ জিতু।
অন্যদিকে, ক্যাম্পাসের দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, সার্বিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন শিক্ষকরাও।এজন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা