বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক রওশন বেগম এর মৃত্যুতে জড়িত ব্যাক্তিদের বিচার দাবী ও পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সমাবেশে সভাপতিত্ব করেন রওশন বেগম এর স্বামী রিক্সাশ্রমিক মাহবুব হোসেন। এটি পরিচালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।
বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সদস্য বাবুল তালুকদার, মোঃ রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য প্রতিভা রায়, সাইফুল ইসলাম, এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বাসদ ১ নং ওয়ার্ড এর সংগঠক মিজানুর রহমান, শ্রমিক ফ্রন্ট এর সদস্য নাদিম।
সমাবেশে বক্তারা বলেন,বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক রওশন বেগম ফ্যাক্টরির গেটে মালামাল বহনকারী ট্রাক চাপা পড়ে গতকাল সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। বক্তারা এ ঘটনার জন্য দায়ী ব্যাক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসাথে বক্তারা রওশন বেগম এর পরিবারকে তাঁর আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান।
বক্তারা এই দাবি পূরণে ৭ দিনের আলটিমেটাম দেন ও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা