সিনিয়র স্টাফ রিপোর্টার : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মহোদয়ের উপস্থিতিতে অত্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের জন্য ৫০ পিছ পিপিই ও ১৫০ পিছ সার্জিক্যাল মাস্ক প্রদান করেছেন।
এছাড়া বুধবার (৮ এপ্রিল) ২০২০ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের হাতে অত্র বিশ্ববিদ্যালয়ের ১০০ জন ক্লিনারের জন্য চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান-এর প্যাকেট তুলে দেন চার চিকিৎসক ও এক প্রকৌশলী। সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান সাথে সাথে এসকল ত্রাণ ক্লিনারদের মাঝে বিতরণ করেন।
মহতী এই কার্যক্রমের উদ্যোক্তা চার চিকিৎসক হলেন ডা. শুভ মজুমদার, ডা. পূজান্বিতা বিশ্বাস, ডা. ফয়সাল, ডা. লক্ষণ সাহা সঞ্জয় এবং প্রকৌশলী অরিন্দম বিশ্বাস।