অনলাইন ডেস্ক
খুলনা-যশোরের দু:খ বলে পরিচিত ভবদহ বিলের জলাবদ্ধতার সমস্যা প্রায় ৬০ বছরের। জলাবদ্ধতা নিরসনের নামে কয়েকটি প্রকল্পে কাড়ি কাড়ি টাকা খরচ করা হলেও কোনো সুফল মেলেনি।
বরং সেসব প্রকল্প থেকে লুটপাট ও বাণিজ্য করেছে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সম্প্রতি অতিবৃষ্টির ফলে বিলের আশেপাশের এলাকায় আবার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
যোগাযোগের রাস্তা তলিয়ে গেছে পানির নিচে। এর সাথে টিউবওয়েলও পানিতে ডুবে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট।
১৯৬০ র দশকে কোস্টাল ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় নদীর পাড় সংকুচিত করে বাঁধ ও স্লুইস গেট নির্মাণ করা হয়। এতে নদীর সাথে বিলগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে নদী শুকিয়ে যায়। বর্তমান জলাবদ্ধতা নিরসনে জোয়ারাধার পদ্ধতি চালুর পক্ষে এই পরিবেশবাদী উন্নয়নকর্মী গৌরাঙ্গ নন্দী।
তবে সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা