অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন অভিজ্ঞান কুন্ডু। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৩ বলে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় শুরুতেই জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। ৩ বলে ৫ রান করেছেন তিনি। রিফাত বেগকে সঙ্গে নিয়ে শুরুর সেই ধাক্কা সামাল দেন আজিজুল হাকিম তামিম। ৩৭ বলে ৩৭ রান করেছেন রিফাত।
বেশিক্ষণ টিকতে পারেননি ভিহান মালহৌত্র। ৭ রান করে এই ব্যাটার ফিরলে ৫৩ রানে ৩ উইকেট হারায় ভারত। তবে রেপর দলের হাল ধরেন বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু। ৬৭ বলে ৭২ রান করেছেন সূর্যবংশী। আর ১১২ বলে ৮০ রান করেছেন অভিজ্ঞান। এই দুইজন ছাড়া আর কেউই বলার মতো তেমন ইনিংস খেলতে পারেননি।
বাংলাদেশের হয়ে ৩৮ রানে ৫ উইকেট শিকার করেছেন ফাহাদ। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা