শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়ােজিত আলোচনা সভায় বুয়েটের শেরেবাংলা হলের নাম পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানিয়েছে মজদুর পার্টি।
সমাজতান্ত্রিক মজদুর পার্টির যৌথ উদ্যোগে রবিবার (২৭ অক্টোবর) তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে এ “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের নাম পরিবর্তন করার যে দাবী উঠেছে আমরা সে দাবীর তীব্র প্রতিবাদ জানাই। হলের নাম মহান নেতা শেরে বাংলা এ, কে, ফজলুল হকের নামেই বহাল রাখতে বুয়েট কর্তৃপক্ষের উদাত্ত আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরো বলেন, ২০২১-২৫ ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার। এই পরিকল্পনায় কৃষি অধ্যায়ে শেরে বাংলার কৃষি দর্শনকে অবশ্যই গুরুত্ব সহকারে উপস্থাপন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম।
বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সিরাজ মাষ্টার প্রমুখ।
শেরে বাংলার জীবনীর উপর প্রবন্ধ উপস্থাপন করেন কৃষক মোর্চার আহ্বায়ক মাসুম।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ শেরেবাংলা হলে থাকতো। তাকে হলে পিটিয়ে মেরে ফেলে ছাত্রলীগের কর্মীরা। এরপর হলটির নাম পরিবর্তন করে আবরার রাখার বিষয়টি আলোচনায় আসে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা