ঢালিউডের মহানায়ক খ্যাত বুলবুল আহমেদের চলে যাবার ৯ বছর হলো আজ ১৫ জুলাই। ২০১০ সালের আজকের এই দিনে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।
বুলবুল আহমেদের স্মৃতিকে ধরে রাখতে পাশাপাশি প্রবীণ বরণীয় শিল্পীদের স্মরণীয় করে রাখতে বুলবুল আহমেদের পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষে প্রতি বছর সম্মাননা দেয়ার আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় রোববার (১৪ জুলাই) বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেয়ার আয়োজন করে বুলবুল আহমেদ ফাউন্ডেশন। এ বছর বুলুবুল আহমেদ স্মৃতি সম্মাননা পেলেন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান। বরেণ্য এই অভিনেতা এখন রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন। সেখানেই গুনী এই অভিনেতার হাতে পুরস্কার তুলে দিয়েছে বুলবুল আহমেদের পরিবার।
এ সময় ফাউন্ডেশনের পক্ষে বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজি আহমেদ ও কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা পদক তুলে দেন এটি এম শামসুজ্জামানের হাতে। সুন্দর এই মুহূর্তে এটিএম শামসুজ্জামানের সহধর্মিণী রানী জামান, মেয়ে, নাতনিসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এটিএম শামসুজ্জামান বলেন, বুলবুল আহমেদ একজন ভালো অভিনেতা এবং ভালো মানুষ। তার মতো ভদ্র, বিনয়ী মানুষ পাওয়া সত্যিই কঠিন। তাকে তো আর পাওয়া যাবে না। তবে তার চলচ্চিত্র দেখে তরুণ প্রজন্মের অনেক কিছুই শেখার আছে।
বুলবুল আহমেদ ঢাকাই সিনেমার দর্শকের কাছে চিরদিন শ্রদ্ধেয় হয়ে থাকবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’- এ দুর্দান্ত রূপদান করার জন্য। ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘দেবদাস’-এই দুটি চলচ্চিত্র দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণির দর্শকের অন্তরে। এ ছাড়া ‘মহানায়ক’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্য্যকন্যা’ সিনেমাগুলোতে বুলবুল আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায়।
NB:This post is copied from dmpnews
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা