শবনম বুবলী। মিডিয়ায় যার পথচলা শুরু সংবাদ পাঠিকা হিসেবে। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত সংবাদ পাঠিকা হিসেবেই কাজ করেছেন বুবলী।
২০১৬ সালে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমায় কাজের মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। শাকিব খানের নায়িকা হওয়ার বদৌলতে রাতারাতি তারকা বনে যান তিনি।
কিন্তু দর্শকের কাছে যখন বেশ পরিচিত হয়ে উঠেছেন বুবলী, পরিচালক-প্রযোজকেরা যখন তাকে কাজে নেওয়ার জন্য খুঁজছেন-ঠিক তখনই বুবলী হাওয়া। না ফোনে, না বাস্তবে- কোন মাধ্যমেই পাওয়া যাচ্ছে না তাকে।
গুঞ্জন উঠেছে অপু বিশ্বাসের মতোই অন্তঃস্বত্ত্বা হয়ে পর্দার আড়ালে চলে গেছেন শবনম বুবলী। আর তার অনাগত সন্তানের বাবা হিসেবে নাম উঠেছে শাকিব খানের।
তবে শাকিব-বুবলীর ঘনিষ্ঠ এক প্রযোজক নাম না প্রকাশের শর্তে বলেন, বুবলী কোথায় সেটা তিনি বলতে চান না। তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তিনি মাথা ঘামান না। ভবিষ্যতে অপু বিশ্বাসের মতো বুবলীরও একই অবস্থা হবে কিনা জানতে চাইলে ওই প্রযোজক বলেন, ‘আমি জানি না। তবে আবার কোনো কিছু অসম্ভবও না।’
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, অপু বিশ্বাসের পথে হাঁটছেন বুবলী। ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে তাকে নাকি যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান।এখন জনমনে প্রশ্ন উঠেছে, আসলেই কি বুবলীও অন্তঃসত্ত্বা? তিনিও কি অপু বিশ্বাসের মতোই কোনো ঘটনার পুনর্জন্ম দিবেন?
এর কিছুদিন আগেও বুবলীকে নিয়ে সন্তান জন্মদানের গুঞ্জন উঠে। ওইসময় নাকি তিনি বিএফডিসিতে কড়া নিরাপত্তায় শুটিং করেছেন।
তখনই প্রশ্ন উঠে- বুবলীর হঠাৎ কেন এত নিরাপত্তা? কেনোই বা বুবলী নিজেকে লুকিয়ে রাখছেন? কারণ, এর আগেও শাকিব অপুর প্রেম ছিল ঠিক এমনই। গোপন ছিল তাদের প্রেমের বিষয়, বিয়ের বিষয় এমনকি সন্তান দুনিয়াতে আনার বিষয়টিও। তাই বুবলীরও কী একই হাল হয়েছে, এখন সেটিই ভাবছেন সমালোচকরা।
ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ছবি ‘বীর’। ছবির প্রচারণায় ছিলেন না বুবলী। এমনকি ‘বীর’র মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে।
হঠাৎ কেন এভাবে আড়ালে গেলেন এই নায়িকা- এই প্রশ্ন এখন অনেকের মনে। অনেকেই বলছেন, বুবলী ঢাকাতেই অবস্থান করছেন।
এদিকে, বুবলীর বোন কণ্ঠশিল্পী নাজনীন মিমি বলেন, বুবলী এখন দেশে নেই, বর্তমানে আমেরিকায় আছে। আমেরিকা থেকে লন্ডন হয়ে ওর দেশে ফেরার কথা রয়েছে। কোন কাজে না, ঘুরতে গেছে।’
মিমি আরও বলেন, ‘এর মধ্যে বিভিন্ন মিডিয়ায় শাকিব-বুবলীকে ঘিরে নানা রঙ মাখানোর সংবাদ প্রকাশ হচ্ছে। এগুলো ঠিক না। যদি দুজনের মধ্যে কোন সম্পর্ক থাকে, তবে সেটা ওরা দুজনই সকলকে জানাবে। পরিবারের লোক হিসেবে আমরা অবশ্যই জানবো। এটা নিয়ে রঙ মাখিয়ে এভাবে সংবাদ পরিবেশ করা কি ঠিক হচ্ছে?’
শাকিব-বুবলীর বিয়ে এবং বুবলীর অন্ত:সত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী বলেন, ‘শাকিব-বুবলী দুজনেই সিঙ্গল, দুজনেই অ্যাডাল্ট। তারা যেকোনো সিদ্ধান্ত নিতেই পারে। এটা ওদের বিষয়। তবে ওদের মধ্যে যদি এমন কিছু হয়ে থাকে, পরিবারের লোক হিসেবে আমরা অবশ্যই জানবো। মানুষ যেসব কথা রাটাচ্ছে এগুলো সত্য নয়।’
চিত্রনায়িকা বুবলী এখন কোথায়? এই প্রশ্নই এখন টক অব ঢালিউড। তবে বুবলীর পারিবারিক সূত্রে জানা হওয়া গেছে, বর্তমানে ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন বুবলী। তার লন্ডন যাওয়ার খবর নিশ্চিত নয়। এদিকে গেল ১৬ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাতকারও দিয়েছেন তিনি। সেখানে নিজেকে সিনেমা অন্তপ্রাণ অভিনেত্রী হিসেবে দাবি করেছেন।
যাই হোক, সময় হলেই জানা যাবে আরো একটি নতুন গল্প, আরও একটি নতুন কাহিনী।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা