নদীতে নৌকা চালিয়ে কোনো রকম জীবন যাপন করেন বুদ্ধিমান গাধা মতি। গ্রামের ছোটরা তাকে বুদ্ধিমান গাধা বলেই ডাকে, কখনোই তার তার পিছু ছাড়েনা বাচ্চারা।
মতির মা অসুস্থ হয়ে গেলে মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নদীর ধাওে গিয়ে দেখে তার নৌকাটি চুরি হয়ে গেছে। গাধা তো গাধাই, গাধা মতি, কোনো উপায় না দেখে মাকে কোলে নিয়ে পানির মধ্যেই নেমে যায়। এ নিয়ে গ্রামে আলোড়ন সৃষ্টি হয় এবং গল্প এগুতে থাকে।
গাধা মতির (রওনক হাসান) স্ত্রীর ভূমিকায় গ্রাম্য বৌয়ের সাজে দেখা যাবে শানারেই দেবী শানুকে। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস. এম. কামরুজ্জামান সাগর।
টেলিছবিতে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, হাসি মুন, মহিউদ্দিন লালু, সঞ্জয় নাথ , জাফর ইকবাল প্রমূখ। ‘বুদ্ধিমান গাধা’ নাটকটি ৫ ডিসেম্বর বিকেল তিনটা পাঁচ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : আসামের চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের দুইটি চলচ্চিত্রের প্রদর্শনী
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা