একটি গান গেয়েই রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু মণ্ডল।
জনপ্রিয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকারের ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গানটি গেয়েই তিনি পেয়ে যান লতাকণ্ঠীর তকমা।
পরে লতা মঙ্গেশকার রানু মণ্ডলকে নিয়ে মন্তব্য করে বলেন, নকল করে বেশিদূর যাওয়া যায় না। নকল করে সফল হতে গেলে সেটা দীর্ঘস্থায়ী হয় না।
এবার সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন রানু মণ্ডল।
বুদ্ধিমত্তার সঙ্গে লতার সম্পর্কে রানু বলেন, ‘লতাজির বয়সের অনুপাতে আমি অনেক ছোট। ভবিষ্যতেও ছোটই থাকব। শৈশব থেকেই তার কণ্ঠ আমার খুব প্রিয়। তার গান শুনেই বেড়ে উঠেছি।’
এর আগেও ওই মন্তব্য প্রসঙ্গে হিমেশ বলেন, ‘আমাদের বুঝতে হবে লতাজি কী অর্থে কথাগুলো বলেছেন। কাউকে নকল করতে থাকলে খুব একটা লাভ হয় না। কিন্তু আমার মনে হয় কারও দ্বারা অনুপ্রাণিত হওয়াটা খুবই জরুরি।’
NB:This post is collected from bd-pratidin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা