অনলাইন ডেস্ক
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই কমিউনিস্ট নেতা চিকিৎসাধীন। তার চিকিৎসায় তৈরি করা হয়েছে ১১ সদস্যের মেডিকেল টিম।
শুক্রবার সকালে মেডিকেল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
চিকিৎসকরা আরও জানান, ডাকলে চোখ খোলার চেষ্টাও করছেন বুদ্ধদেব।
শুক্রবার সকালের মেডিকেল বুলেটিন বলছে, তার রক্তচাপ ১৩০/৬০। পালস রেট প্রতি মিনিটে ৭৬। মূত্রনিষ্ক্রমণ সন্তোষজনক। অক্সিজেনের মাত্রার কিছুটা উন্নতি হয়েছে। কার্বন-ডাই অক্সাইডের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে।
বুধবার হাসপাতালে ভর্তির সময় বুদ্ধদেবের অক্সিজেন স্যাচুরেশন ছিল ৭০ শতাংশের কাছাকাছি। বৃহস্পতিবার সেই মাত্রা ঘোরাফেরা করছে ৯২ থেকে ৯৫-এর মধ্যে। শুক্রবার সেই পরিমাণ ৯৬। ১০০ শতাংশের কাছাকাছি থাকলে এই মাত্রা স্বাভাবিক। তাকে খাওয়ানো হচ্ছে রাইলস টিউব দিয়ে। এ ছাড়া বিভিন্ন ধরনের ইন্টার ভেনাস ফ্লুইড দেয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডও।
দীর্ঘ দিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছেন বুদ্ধদেব। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা