অনলাইন ডেস্ক
বুধবার (১১ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর সিএমএইচএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।
নান্দাইলের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্র জানায়, ১৯৭১ সালে গাজী আবদুস সালাম ভূঁইয়া পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করতেন। মার্চে সেখান থেকে বাংলাদেশে ব্যাপক হারে সৈন্য ও অস্ত্রশস্ত্র পাঠাতে দেখে তিনি ২৫ মার্চ কৌশলে বিমানে ঢাকায় চলে আসেন। আর সেই রাতেই পাকিস্তানি সেনারা হত্যাযজ্ঞ শুরু করে।
প্রথমে ভারতে কিছুদিন প্রশিক্ষক হিসেবে কাজ করেন। পরে যুদ্ধে অংশ নেন ১১ নম্বর সেক্টরে। এ সেক্টরে একটি কোম্পানির কমান্ডার ছিলেন। কামালপুর, বকশিগঞ্জ, শ্রীবরদীসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন তিনি। ১৫ নভেম্বর কামালপুরযুদ্ধে ১১ নম্বর সেক্টরের আহত অধিনায়ককে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ স্থানে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বীর প্রতীক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা