যদিও আগের পেশার সঙ্গে তিনি আর যুক্ত নন। একসময় পর্নদুনিয়া কাঁপাতেন তিনি। তাঁর পর্ন ছবি মানেই ভিউয়ার্সের বন্যা। এখন তিনি আর সেই জগতের সদস্য নন। এখন পর্ন দুনিয়াকে বিদায় জানিয়ে ওয়েবক্যাম মডেল হিসাবে কাজ করছেন মিয়া খালিফা৷ কিন্তু তাতে ক্রেজ এতটুকু কমেনি। তাই তাঁর বিয়ের খবর যখন প্রকাশ্যে এসেছিল, তখন তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। আর এবার তিনি বিয়ের পরিকল্পনার খবর জানালেন অনুরাগীদের। বললেন, বিয়েতে কী পোশাক পরবেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ১ কোটি ৮০ লাখ ফলোয়ারের আগ্রহের কারণই মিয়া খলিফার ছবি-পোস্ট।
এ হেন মিয়া সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি বিয়ে করতে চলেছেন। পাত্র কে জানেন? সুইৎজারল্যান্ডের বিখ্যাত শেফ রবার্ট স্যান্ডবার্গ।
বাম পায়ের দারুণ শর্টে সানি লিওনের দুই গোল
এ বছরের গোড়ার দিকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটিবদল করেন মিয়া খালিফা। সুইডিশ বয়ফ্রেন্ড রবার্টের সঙ্গে কিন্তু পর্ন দুনিয়ার কোনও সম্পর্ক নেই। পেশায় শেফ তিনি।
গত একবছর ধরে মিয়া আর রবার্টের মধ্যে সম্পর্ক রযেছে। কিন্তু মিয়াকে রবার্ট বিয়ের প্রস্তাব দেন দিনকয়েক আগে। ১৪ মার্চ শিকাগোর একটি রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন তাঁরা। সেখানে আর পাঁচটা রোম্যান্টিক প্রেমিকের মতোই মিয়াকে প্রোপোজ করেন রবার্ট।
একটি পাত্রে হীরের আংটি চাপা দিয়ে রেখেছিলেন তিনি। ঢাকনা খুলেই আংটিটি চোখে পড়ে মিয়ার। আপ্লুত হয়ে পড়েন তিনি। ‘হ্যাঁ’ বলতে বিন্দুমাত্র দেরি করেননি। তারপর থেকে অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রাক্তন অ্যাডাল্ট স্টার মিয়া খলিফা। তার মধ্যে তাঁর অনামিকার হীরের আংটিও রয়েছে।
রবার্ট-মিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রায়ই পোস্ট করে থাকেন প্রাক্তন পর্ন তারকা। আর তাতে হুড়মুড়িয়ে লাইকও পড়তে থাকে।
এবার নিজের বিয়ের প্রস্তুতির ছবি শেয়ার করলেন মিয়া। আর প্রত্যাশামতোই তাতেও সেই লাইকের বন্যা! আগামী বছরের শুরুতেই বিয়ে করতে চলেছেন মিয়া খলিফা।
‘ব্রাইড’ হিসেবে কী পোশাক পরবেন, তা জানিয়ে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মিয়া।
গত অগাস্টে এক ইন্টারভিউতে মিয়া খলিফা জানিয়েছিলেন, পর্নোগ্রাফি থেকে আয় করেননি তিনি। তাঁর কথায়, ‘পর্ন ইন্ডাস্ট্রি থেকে মোট ১২ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ₹৮ লাখ ৫৫ হাজার আয় করেছেন তিনি।’ আরও জানিয়েছিলেন, পর্ন ছাড়ার পর সাধারণ কাজ পাওয়াও খুবই কঠিন।
https://www.instagram.com/p/B5BBnbTg2hq/?utm_source=ig_embed
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা