অনলাইন ডেস্ক
শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
বোমা নিস্ক্রিয় করার সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় আশেপাশের সব লোকদের সরিয়ে দেওয়া হয়। সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে বোমাগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
উজান গোপিন্দী বড় কবরস্থানের খাদেম চান শরীফ জানান, সকালে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি কবরে রেইনকোর্টে পলিথিন মোড়ানো কিছু দেখতে পাই। পরে আমি গিয়ে পলিথিন খুলে দেখি বোমার মত কয়েকটি বস্তু। পরে কমিটির লোকদের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বোমা সন্দেহে ওই স্থানটিকে ঘিরে রাখে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কবরস্থানে বোমা পাওয়া গেছে। এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ওই স্থানটিকে ঘিরে রাখে। বোমা কিনা যাচাই করতে বোমা নিষ্ক্রিয় ইউনিটের টিমকে খবর দেওয়া হয় । পরে তারা এসে বিকেল সোয়া ৫টার দিকে বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির কাজে ব্যবহার করার জন্য কবরস্থানে বোমাগুলো রেখেছে ডাকাত দল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা