অনলাইন ডেস্ক
বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ফিল্ডিং কোচ রায়ান কুকের। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তার চুক্তি আর নবায়ন করবে না বোর্ড।
আকরাম আরো বলেন, ‘এখানে বেশ কিছু কোচের নাম আছে। দেশি.. যারা অভিজ্ঞ। এর সাথে উচ্চ পর্যায়ের কারো নাম আমরা দেখছি। আশা করছি, মাসখানেকের মধ্যে আমরা পেয়ে যাব।’
২০১৮ সালের জুলাইতে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিযুক্ত হন কুক। বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে বড় রকমের কোনো পরিবর্তন আনতে দেখা যায়নি তাঁকে। ব্যর্থতার চাদরেই ঢাকা ছিল বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কুকের অধ্যায়। যার চূড়ান্ত প্রতিফলন দেখা গেছে বাংলাদেশ দলের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পারফরম্যান্সে।
কোচ হিসেবে আন্তর্জাতিক আঙিনায় কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না কুকের। বাংলাদেশের দায়িত্ব নেয়ার আগে কেপটাউনে গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও পারফরম্যান্স ডিরেক্টর ছিলেন তিনি। কারস্টেনের একাডেমি ছাড়াও বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন কুক। সহকারী কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশ ক্রিকেটে তাঁর নিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট মহলে বেশ সমালোচনাও শোনা গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা