অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবির এজিএম। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এজিএমে পাইলট প্রজেক্ট হিসেবে চট্টগ্রাম ও সিলেটে রিজিওনাল ক্রিকেটের কমিটি দেওয়া হয়েছে। এছাড়া খুব শিগগিরই বাংলাদেশের দুটো ভালো ন্যাশনাল টিম একসঙ্গে দেখা যাবে বলে এজিএম শেষে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়া আঞ্চলিক ক্রিকেটে ব্যর্থতা আছে বলেও জানান বিসিবি বস পাপন। এর পাশাপাশি বিসিবির সবশেষ বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিসিবি সারাদেশে খেলার মাঠ কিনতে ইচ্ছুক বলেও জানান তিনি।
এর আগে দুপুর ১২টায় শুরু হয় এই সভা। ২০১৭ সালের পর এই প্রথম এজিএম অনুষ্ঠিত হলো। গত ১০ বছরের মধ্য এটি বিসিবির তৃতীয় সাধারণ সভা। সভায় গত তিন অর্থবছরের আয়-ব্যয়সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
এজিএমে স্বাভাবিকভাবেই কাউন্সিলরদের জন্য উপহার থাকে। এবার সেই উপহারটা ছিল এক লাখ করে টাকা ও একটি ল্যাপটপ। বিসিবির মোট কাউন্সিলর ১৬৬ জন। এর মধ্যে আজ উপস্থিত ছিলেন ১২০ জন। তবে সবার জন্যই ছিল বিশেষ উপহার।
জানা গেছে, বার্ষিক সভা উপলক্ষে এবারের বাজেট ছিল প্রায় এক কোটি ৪০ লাখ টাকার মতো। যা দিয়ে কেনা হয়েছে ১৮০টি ল্যাপটপ। যার প্রতিটির মূল্য ৮০ হাজার টাকা। এ ছাড়াও কাউন্সিলরদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হয় বলে জানা যায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা