অনলাইন ডেস্ক
আজ সোমবার বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস। বিভিন্ন দেশের মত বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে।
ছোট-বড় সব ধরনের অপারেশনে অ্যানেসথেসিয়ার গুরুত্ব অনেক। সেই গুরুত্ব থেকে ১৯০৩ সালের ১৬ই অক্টোবর থেকে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন করা হয়।
১৮৪৬ সালের ১৬ই অক্টোবর ডায়েটিল ইথার অ্যানেসথেসিয়ার প্রথম সফল প্রয়োগ করেছিল। সেই দিনটির স্মরণেই ১৯০৩ সাল থেকে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন করা হয়।
দেশে প্রতিবছর অ্যানেসথিওলোজিস্টদের সংগঠন ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব সোসাইটিস অব অ্যানেসথিওলোজিস্টস’ বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন করে।
অ্যানেসথেসিয়ার এই প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হয়। নাহলে রোগীর জীবন নিয়েও শঙ্কা তৈরি হতে পারে।
অ্যানেসথেসিয়ার উন্নতি হওয়ার কারণেই সম্ভব হচ্ছে জটিল সব সার্জারি।
এ ছাড়া কিডনি, লিভার ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদভাবে প্রতিস্থাপন করাও সম্ভব হচ্ছে।