অনলাইন ডেস্ক
সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ছয় হাজার ৮৭৯ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৩ লাখ ৭২ হাজার ১১৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮০ হাজার ৭৫৬ জন ।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।
গত তিন দিন ধরে ভারতের দৈনিক করোনা সংক্রমণ দু’লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিন তা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। গতকাল শুক্রবারের তুলনায় সংখ্যাটা আরও প্রায় ১৭ হাজার বেশি।
আমেরিকায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৬৪,৮০০ জনের। বিশ্বে মৃত্যুর নিরিখে প্রথম স্থানে রয়েছে এই দেশ। আমেরিকায় সমস্যা শুরু হয় যখন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতিকে গুরুত্বদিতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন, ‘করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।’এই মুহূর্তে বিশ্বে করোনা মৃত্যুর দিক থেকে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। কিন্তু ভারতেও আশঙ্কাজনকভাবে বাড়ছে মৃত্যুর হার। বিগত কয়েক সপ্তাহ ধরে বিশ্বের মধ্যে সর্বাধিক করোনায় মৃত্যু হচ্ছে ভারতেই।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা