টানা চতুর্থ বারের মতো বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, যদিও এই তালিকায় বাংলাদেশকে পাওয়াই যায়নি।
৭৩টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে কানাডা। আর এদের মধ্যে জাপান একমাত্র এশীয় দেশ যা শীর্ষ দশের মধ্যে নিজের অবস্থান অর্জন করেছে।
এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে চীন ১৫তম, ভারত ২৫তম এবং মিয়ানমার ৫৭তম অবস্থানে রয়েছে।
বিশ্বের ৭৩টি দেশ নিয়ে তৈরি ‘সেরা দেশ ২০২০’ তালিকাটি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মিডিয়া সংস্থা ইউএস নিউজ ও ওয়ার্ল্ড রিপোর্ট।
‘বেস্ট কান্ট্রিজ’ বা সেরা দেশগুলোর এই র্যাংকিং মূলত একটি বিশ্লেষণ প্রকল্প। বৈশ্বিক প্রেক্ষাপটে একটি দেশ কোন অবস্থানে আছে তা বোঝার জন্য তালিকাটি তৈরি করা হয়।
দেশগুলোর বাণিজ্য, ভ্রমণ, বার্ষিক বিনিয়োগ চালনা এবং জাতীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে এমন ৭৫টি গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে র্যাঙ্কিংটি করা হয়।
আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আরব দেশগুলোর ২০ হাজারেরও বেশি বিশ্ব নাগরিকের উপর জরিপ পরিচালনা করা হয়। এই সমীক্ষাগুলো থেকে প্রাপ্ত ২৪টি র্যাঙ্কিংয়ের মধ্যে থেকে ৭৩টি দেশকে চূড়ান্ত র্যাঙ্কিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে দেশগুলিকে ৬৫টি বিভিন্ন মাত্রায় মূল্যায়ন করা হয়েছে। তবে সামগ্রিকভাবে সেরা দেশের মুকুট সুইজারল্যান্ড গ্রহণ করলেও, অন্যান্য সাব-র্যাঙ্কিংয়ে বাকি দেশগুলোও প্রথম অবস্থানে ছিল।
উপ-র্যাঙ্কিংগুলির কয়েকটি হলো- অ্যাডভেঞ্চার, নাগরিকত্ব, সাংস্কৃতিক প্রভাব, উদ্যোক্তা, ঐতিহ্য, ব্যবসায়ের সুযোগ, ক্ষমতা এবং জীবনযাত্রার মান।
উদাহরণস্বরূপ, বৈশ্বিক রাজনীতিতে প্রভাব এবং ক্ষমতার উপ-র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ স্কোর করেও সামগ্রিক সেরা দেশের র্যাঙ্কিংয়ের ৭ম অবস্থানে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা