ভারতে ধর্ষণের ঘটনা বেড়ে চলায় দেশের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ভারত ধর্ষণের রাজধানী হিসাবে এখন বিশ্বে পরিচিত।
বিদেশি রাষ্ট্রগুলোর প্রশ্ন, কেন ভারত নিজের মেয়ে ও বোনেদের নিরাপত্তা দিতে পারে না। উত্তরপ্রদেশের একজন বিজেপি বিধায়ক ধর্ষণে অভিযুক্ত। ভারতকে এখন গোটাবিশ্ব ধর্ষণের রাজধানী হিসেবেই চেনে।
শনিবার কেরালার ওয়ানখেড়ের এক সমাবেশে বক্তব্য রাখার সময় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তিনি ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে হিংসা ও ঘৃণার পরিবেশ তৈরি করছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, দেশজুড়ে সহিংসতার ঘটনাবলী বৃদ্ধি পেয়েছে। নারীদের বিরুদ্ধে অরাজকতা, নৃশংসতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আমরা পড়ছি যে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, তাদের শ্লীলতাহানি করা হচ্ছে।
সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও বেড়েছে। তাঁদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। দলিতদের মারধর করা হচ্ছে। আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে। তাঁদের জমি কেড়ে নেওয়া হচ্ছে।
রাহুল গান্ধী বলেন, ‘আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো নাটকীয়ভাবে ভেঙে যাচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে, লোকেরা আইন তাদের নিজের হাতে নিয়ে নিচ্ছে। কারণ এই দেশ যারা পরিচালনা করেন তারা অন্ধভাবে শক্তি ও সহিংসতায় বিশ্বাসী। তারা মনে করে যে সমস্ত শক্তি তাদের হাতে রয়েছে।’
এদিকে উত্তর প্রদেশের উন্নাওতে নারীদের বিরুদ্ধে অত্যাচার প্রসঙ্গে গতকাল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, ‘অপরাধীরা বিজেপি’র সঙ্গে জড়িত সেজন্য অভিযুক্তদের আড়াল করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে অপরাধীদের জন্য কোনও জায়গা নেই, কিন্তু উনি নিজেই রাজ্যের এ কী হাল বানিয়েছেন? আমার মনে হয়, এখানে নারীদের জন্য কোনও স্থান নেই।’ এ রাজ্যের অপরাধীরা আইনকে ভয় পায় না বলেও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেছেন। পার্সটুডে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা