ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন : হলিউডের ব্লক বাস্টার ছবি দেখেছিলাম একটা। ইন্ডিপেন্ডেন্স ডে। ১৯৯৬ সালে মুক্তি পায়। ২০১৬ সালে এর সিকুয়েল মুক্তি পেয়েছে।
১৯৯৬ সালের ২ জুলাই পৃথিবী এক ভয়াবহ আক্রমণের শিকার হলো ভিনগ্রহের অতি-বুদ্ধিমান এলিয়েনদের। পৃথিবীর প্রধান প্রধান ৩৬টি শহররের উপর পজিশন নিলো মাদারশিপ থেকে আসা একেকটি সসার, যাদের ব্যাসার্ধ ১৫ মাইল। পৃথিবীর চারদিকে কক্ষপথে ঢুকে পড়া মাদারশিপের ভর আমাদের চাঁদের এক- চতুর্থাংশের সমান।
এমআইটিতে প্রশিক্ষণ পাওয়া এক উপগ্রহ প্রযুক্তিবিদ ডেভিড। স্যাটেলাইট সম্প্রচার থেকে একটি সংকেত ডিকোড করে বের করে ফেলেন এলিয়েনদের সর্বাত্মক আক্রমণের সময়টা। তিনি এবং তার বাবা ওভাল অফিসে প্রবেশ করার অনুমতি পান প্রাক্তন স্ত্রীর সহায়তায়, যিনি হোয়াইট হাউসের কমুনিকেশন ডিরেক্টর। প্রেসিডেন্টকে কনভিন্স করে ফেলেন। নিউইয়র্ক, লস এঞ্জেলস আর ওয়াশিংটন শহর খালি করার নির্দেশ দেয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জিরো আওয়ার চলে এসেছে।
সসারগুলি থেকে ছুটে আসা ছোট অগ্নি-বীম মাটিতে ধেয়ে এসে ব্যাপক ধ্বংসলীলা চালায়। ফাইটার প্লেনগুলো ব্যর্থ। সসারগুলো ‘ফোর্স শিল্ড’ দিয়ে সুরক্ষিত। প্রেসিডেন্ট, প্রযুক্তিবিদসহ কিছু গুরুত্বপূর্ণ মানুষ তখন এয়ারফোর্স ওয়ানে, কারন ওয়াশিংটন ডিসি ধ্বংস হয়ে গেছে।
৩ জুলাই বিশ্ব নেতারা যার যার মত কাউন্টার এটাক শুরু করলেন। সব চেষ্টা ব্যর্থ।
এক পর্যায়ে উপগ্রহ প্রযুক্তিবিদ একটা উপায় বের করলেন। মাদারশিপে ঢুকিয়ে দিতে হবে একটি ‘ভাইরাস’, যা সসারগুলির ফোর্সশিল্ড নিষ্ক্রিয় করে দিবে।
৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট, যিনি নিজেই ছিলেন ফাইটার পাইলট, এক ভীষণ উদ্দীপনাময় ভাষণ দিলেন। মানবজাতিকে ধ্বংস হতে দিবো না। আমরা হারবো না। এখন থেকে ৪ জুলাই শুধু আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে না। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। মেরিন পাইলটদের নেতৃত্ব দিয়ে প্রেসিডেন্ট নিজেই বিমান আক্রমণে নামেন এলিয়েনদের বিরুদ্ধে।
আরো অনেক কথা। শেষমেশ পাঁড় মাতাল এক সাবেক ফাইটার পাইলটের সুইসাইডাল এটাকে মাদারশিপে সেই ভাইরাস আক্রমণ সফল হয়। পৃথিবী রক্ষা পায় বিশ্ব মোড়লের নেতৃত্বে।
ওটা সায়েন্স ফিকশন ছিলো। শত্রু ছিলো বিশালকায় মাদারশিপ। আর ১৫ মাইল ব্যাসার্ধের সসার।
এবারেরটা ফিকশন নয়, বাস্তব। শত্রু মাদারশিপ আর সসার নয়, অণুবীক্ষণিক এক ভাইরাস। কোন বাহিনী কাজে লাগছে না। কোন বিজ্ঞানী, কোন গোয়েন্দাবাহিনী না।
পুরো পৃথিবী কুপোকাত হচ্ছে। বিশ্ব মোড়ল নিজেই ত্রাহি ত্রাহি অবস্থায়।
দু’মাস পরেই আবার আসছে ৪ জুলাই। এবার ইন্ডিপেন্ডেন্স ডে কি সবার হবে, কল্পকাহিনীর মতো?
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা