জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠের মধ্য দিয়ে মঙ্গলবার জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।
নয়াদিল্লি: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের চান্সেরি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান হাইকমিশনের সহকর্মীদের সঙ্গে নিয়ে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
প্যারিস: ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপনের শুরুতে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ক্যানবেরা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। হাইকমিশনার সুফিউর রহমানসহ অন্যরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। হাইকমিশনার শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রিয়াদ: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। সকালে দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর রাষ্ট্রদূত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুর: বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের উদ্যোগে উদযাপিত হয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। অনুষ্ঠানমালার সূচনাপর্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনা মো. মোস্তাফিজুর রহমান। এরপর তিনি আমন্ত্রিত অতিথি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে হাইকমিশনের হলরুমে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন সবাই। এছাড়াও বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রকাশিত পুস্তক ও চিত্রকর্ম প্রদর্শন করা হয়।
হ্যানয়: ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়। শার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলী মহসীন রেজা জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবং স্থানীয় অতিথিবৃন্দ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
কলম্বো: শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ মিশনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা হয়। আলোচনা সভায় রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে গুরুত্ব দেন।
বেইজিং: যথাযোগ্য মর্যাদায় চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের দোয়েল হলে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়। কভিড-১৯ আক্রান্ত চীনে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে চীনা সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে মুজিব শতবর্ষের এই আয়োজন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান। এরপর দূতাবাসের দোয়েল হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের উপ-প্রধান এবং প্রতিরক্ষা উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা