অনলাইন ডেস্ক
বুধবার (২৬ জানুয়ারি) সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। একদিনে আড়াই হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। এছাড়া, ৪ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে এ ভাইরাসের উপস্থিতি।
এদিকে, ৪ লাখ ২৮ হাজারের ওপর সংক্রমিত শনাক্ত হয়েছে ফ্রান্সে। আর বুধবার মৃত্যুর দিক থেকে বিশ্বে ২য় স্থানে ছিল ভারত। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬শ’র কাছাকাছি মানুষ। সংক্রমিত শনাক্ত প্রায় ২ লাখ ৮৫ হাজার।
রাশিয়ায় করোনায় প্রাণ গেছে আরও ৬৫৭ জনের। ৬ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলেও। এছাড়া জার্মানিতে ১ লাখ ৮৯ হাজার, ইতালিতে ১ লাখ ৬৭ হাজার ও স্পেনে ১ লাখ ৩৪ হাজারের মতো মানুষ চিহ্নিত হয়েছে করোনা আক্রান্ত হিসেবে। এখনও বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৫৬ লাখ ৫৫ হাজারের কাছাকাছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা