অনলাইন ডেস্ক
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোহলি। তার বদলে ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্যাপ্টেন হতে যাচ্ছেন রোহিত শর্মা।ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোহলি নেতৃত্ব ছাড়ছেন নিজের রান খরা কাটাতে ও ব্যাটিংয়ে মনোযোগী হতে।
বিসিসিআই সূত্রটি আরো জানায়, কোহলি নিজেই অনুভব করতে পারছেন, তিন সংস্করণে অধিনায়কত্বের চাপ তার ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। তার বয়স এখন ৩২। আরও পাঁচ-ছয় বছর শীর্ষ পর্যায়ে সেরাটা দিতে চান তিনি। তাছাড়া নিজের চাওয়া নিয়ে রোহিত ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোহলি লম্বা আলোচনা করেছেন বলেও দাবি করছে সূত্রটি।
২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব পান কোহলি। এরপর ২০১৭ সালে ধোনি যখন অন্য দুই ফরম্যাট থেকেও সরে যান, তখন তিন ফরম্যাটের অধিনায়ক হন কোহলি।
এখনও পর্যন্ত ৯৫ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। যেখানে ভারত জিতেছে ৬৫ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি ম্যাচে। অন্যদিকে ১৯ টি-টোয়েন্টি ও ১০ ওয়ানডেতে ভারতের অধিনায়কত্ব করেছেন রোহিত। তার অধীনে ৮ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি জিতেছে দল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা