অনলাইন ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠতি হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আরব আমিরাতের সবচেয়ে আকর্ষণীয় এই স্টেডিয়ামের ফাইনালে ২৫ হাজার দর্শকের খেলা দেখার অনুমতি চেয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, ‘বিসিসিআই এবং ইসিবি ফাইনালে মাঠে দর্শক চায়। দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিলে জামজমকপূর্ণ পরিবেশে ম্যাচ হবে। উভয় ক্রিকেট বোর্ডই এটার জন্য অনুমতি চেয়েছে।’বর্তমানে আইপিএলের বাকি অংশে বিসিসিআই ও এমিরাটস ক্রিকেট বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবুধাবির স্টেডিয়ামে ২০,০০০ ধারণক্ষমতার পরিবর্তে ১২,০০০ দর্শক। দুবাইয়ে ২৫,০০০ হাজারের পরিবর্তে ১৫,০০০ এবং শারজায় ১৬,০০০ দর্শক থাকার অনুমতি রয়েছে। তবে আসন্ন বৈশ্বিক আসরটির ফাইনাল ১৪ নভেম্বরে পুরো ২৫ হাজার দর্শক মাঠে ফেরাতে চায় ভারত।
দুবাইয়ের মাঠে খেলা দেখতে হলে, দর্শককে বাধ্যতামূলক দুই ডোজ ভ্যাক্সিন নিতে হয়। আর শারজাহতে খেলা দেখতে দুই ডোজ ভ্যাক্সিন বাধ্যতামূলক গ্রহণের পাশাপাশি ১৬ বছরের উপরের বয়সী হতে হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা