অনলাইন ডেস্ক
এভারেস্ট প্রিমিয়ার লিগের দল ভৈরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা তামিমের। এ টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেছেন এ ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
তামিমের আবেদনের ব্যাপারের এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। দুই-একদিনের মধ্যে তামিমকে অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন আকরাম খান।
আকরাম খান বলেন, ‘বোর্ডের অনুমতি চেয়ে আমাদেরকে চিঠি দিয়েছে তামিম। অনুমতি পাবে কি পাবে না? সেটা আমরা বুধবার (আজ) জানাবো।’
এভারেস্ট প্রিমিয়ার লিগের প্রথম আসর চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে আয়োজনটি পিছিয়ে দেওয়া হয়।
নেপালে এ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খুব বেশি সংখ্যক তারকা খেলবেন না। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নেপালের সন্দ্বীপ লামিচানে, শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল এবং আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদের মতো ক্রিকেটাররা এখানে খেলবেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা