অনলাইন ডেস্ক
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলই আজ সেরাটা দেয়ার চেষ্টা করবে। এবারের আসরে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। বিশ্বকাপের চার খেলায় বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বাকি তিন ম্যাচই হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে বিশ্বমঞ্চে লঙ্কানদের বিপক্ষে জয়ের পাল্লা ভারী ইংলিশদেরই।
নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পরের ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারায় ইংলিশরা। কিন্তু তৃতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ৬৯ রানে হারে। চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভাগ্য সহায় হয়নি ইংলিশদের। বংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পেলেও অন্য ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারেনি ইংল্যান্ডের ডেভিড মালান।
অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া বাকি তিন ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে হারিয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট পেতে চায় কুশল মেন্ডিসের দল। দু’দল বিশ্বকাপ ক্রিকেটে ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে ইংল্যান্ডের ৬ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ৫ টিতে।
আজ যে দল হারবে তারাই বিপদে পড়ে যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা