অনলাইন ডেস্ক
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে এ মাসের ৫ তারিখে। তবে স্বাগতিক দেশটি টুর্নামেন্ট শুরুর চতুর্থ দিনে আজ মাঠে নামবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিরাও আজই এবারের আসরে প্রথমবারের মত মাঠে নামবে। চেন্নাইয়ে দুই দলের এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে তুমুল উৎসাহ-উদ্দীপনা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় এবারের আসরের সবথেকে ফেভারিট দল ভারত। শক্তিমত্তার দিক থেকেও রোহিত শর্মারা অন্য দলগুলোর চেয়ে বেশ খানিকটা এগিয়ে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং থেকে শুরু করে চেনা কন্ডিশনে খেলা হওয়ায় তাদেরকেই এগিয়ে রাখছে বিশ্লেষকরা।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে ভারত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় আজকের ম্যাচে ওপেনার শুভমান গিলের খেলা নিয়ে আছে শঙ্কা। তবে অধিনায়ক রোহিত তাঁর জন্য অপেক্ষা করবেন বলেই জানা গেছে। এদিকে শুভমান ছাড়াও ভারতের ব্যাটিং লাইন-আপে আছে গভীরতা।
আরোও পড়তে পারেন : সংকটের সময়ে তামিমের হৃদপিণ্ডে স্পন্দন ফিরিয়েছিলেন যিনি