অনলাইন ডেস্ক
বিসিবির দাবি, বর্তমান প্রেক্ষাপটে ভারতে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এই অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। বিষয়টি শুধু ক্রিকেট বোর্ডের নয়, সরকারের পর্যায় থেকেও নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তোলা হয়েছে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি নিরাপত্তা প্রশ্নে সন্তোষজনক সমাধান না এলে নিজেদের অংশগ্রহণ নিয়েও ভাবতে পারে তারা।
আইসিসি অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কোনো হুমকির কথা স্বীকার করেনি। সংস্থাটির নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে ভারতে বড় ধরনের ঝুঁকির উল্লেখ নেই। তবু নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তানের সমর্থন পাওয়ায় আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আসরটি। এত কম সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন বা নতুন নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া আইসিসির জন্য জটিল হয়ে উঠতে পারে। তাছাড়া, একাধিক দেশ নিরাপত্তা নিয়ে আপত্তি তুলতে আয়োজক দেশ হিসেবে ভারতের অবস্থানও প্রশ্নের মুখে পড়বে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে। নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা