অনলাইন ডেস্ক
সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে (বিসিসিআই) সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে ২০২১ টি-টেয়েন্টি বিশ্বকাপের আয়োজকদের।
মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আইসিসির মাসিক সভা। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভার্চুয়াল এই সভায় ভারতের হয়ে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সদস্য সচিব জয় শাহ। এর আগে বিসিসআইয়ের সোমবারের সভায় সিদ্ধান্ত হয়েছিল আইসিসির কাছে তারা সময় চাইবেন। এবার আইসিসি বিসিসিআইয়ের প্রস্তাবে রাজি হয়েছে।
আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বিসিসিআইয়ের হাতে সময় রয়েছে আর ২৭ দিন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনা জন্য সঠিক সময়ে বিশ্বকাপ আয়োজন সম্ভব হয়নি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়। ২০২১ সালে ভারত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলেও, করোনার জন্য ফের সমস্যায় পড়তে হচ্ছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক সূত্রে জানতে পেরেছে, চলতি মাসের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা যাচাই করতে চায় বিসিসিআই। আইসিসিও এই ব্যাপারে শিথিল। তাই জুনের শেষ পর্যন্ত সময় দিয়েছে তারা। সংক্রমণ না কমলে বিকল্প ভেন্যু আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।