অনলাইন ডেস্ক
আগামী ২০২৪ সালের জুনে শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ৭ দেশে হবে এই টুর্নামেন্ট। কিন্তু ডমিনিকা জানিয়ে দিলো, তারা বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে পারবে না।
এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে বিশ্বকাপের পরবর্তী আসর।
ডমিনিকার ক্রীড়া মন্ত্রণালয় জানায়, টুর্নামেন্ট শুরর আগে অনুশীলন ও ম্যাচের ভেন্যুর কাজ তারা শেষ করতে পারবে না। তাই মূল আয়োজনে অংশ নেওয়ায় দেশটির পক্ষে সম্ভব হচ্ছে না।
ওয়েস্ট ইন্ডিজের বাইরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউইয়র্ক ও টেক্সাসে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ।
আগামী বছরের ৪ জুন শুরু হবে ২০২৪ সালের টি-টিয়েন্ট বিশ্বকাপ। আসরটিতে অংশ নেবে ২০ টি দল।
বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দলগুলো হলো- বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, উগান্ডা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।