অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ড পুরো সফর বাতিলের পর ইংল্যান্ডও তাদের সফর বাতিল করে দেয়। এতে পাকিস্তানের ক্রিকেটে এখন ক্ষোভের আগুন জ্বলছে। ইতিমধ্যেই ইংল্যান্ডকে আক্রমণ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। এবার তার থেকে একধাপ এগিয়ে গেলেন ইউনিস খান। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইউনিস খান বলেন, প্রথমে উচিত জাতীয় দলকে সম্মান করা। তারপর অন্য দেশের থেকে সম্মান আশা করতে হবে।
ইউনিসের ভাষায়, ‘এটা কথা কম বলে কাজ করার সময়। এই সময়, আমি মনে করি আমাদের দেখার মত কেউ নেই। মুসলিম হিসেবে আমাদের ভালো ব্যবহার করতে হবে এবং দেশের প্রতিনিধিত্ব করতে হবে। কিন্তু সবার আগে মউ স্বাক্ষর করতে হবে। নিউজিল্যান্ডের নিরাপত্তা সংস্থা যদি মনে করে তাদের উপর হামলার আশঙ্কা আছে তাহলে তারা সিরিজ থেকে বেরিয়ে যেতেই পারে। কিন্তু পাকিস্তানের উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে কি না তা সিদ্ধান্ত নেওয়া।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা