অনলাইন ডেস্ক
গুঞ্জনটা শোনা গিয়েছিল সপ্তাহ দুয়েক আগেই। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল বিশ্বকাপে দল বাড়ানোর চিন্তাভাবনা করছে আইসিসি। ছেলেদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতেই খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ।
মঙ্গলবার (১ জুন) মাসিক সভা শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে বলা হয়েছে, ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে ১৪টি করে দল নিয়ে। সময় যত গড়িয়েছে ওয়ানডে বিশ্বকাপে দলের সংখ্যা ততই কমেছে। ২০০৭ সালের বিশ্বকাপে ১৬টি দল অংশগ্রহণ করলেও ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ১৪টি করে দল। তবে সেটার সংখ্যা আরও কমেছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে এসে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘ছেলেদের ১৪ দল ও ৫৪ ম্যাচের ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে ২০২৭ ও ২০৩১ সালে এবং ২০ দল ও ৫৫ ম্যাচের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে।’
আট বছরের চক্রে প্রতি বছরই থাকছে বৈশ্বিক আসর। ২০২৫ ও ২০২৯ সালে অনুষ্ঠিত হবে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত প্রতিযোগিতাটির সবশেষ আসর হয়েছিল ২০১৭ সালে।আরও থাকছে ৯ দল নিয়ে চারটি টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেগুলোর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে।
২০২৬ সাল থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়বে দুটি। এখন মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ১০টি দল। ২০২৭ সালে থেকে মেয়েদের ক্রিকেটে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ চালুর পরিকল্পনাও করেছে আইসিসি। ৬ দলের ওই টুর্নামেন্ট হবে চার বছর পরপর।
আইসিসি ইভেন্টের সূচি:
(২০২৪ থেকে ২০৩১ সালের চক্রে)
২০২৪ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)
২০২৫ সাল: চ্যাম্পিয়নস ট্রফি (৮ দলের ১৫ ম্যাচ)
২০২৬ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)
২০২৭: ওয়ানডে বিশ্বকাপ (১৪ দলের ৫৪ ম্যাচ)
২০২৮ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)
২০২৯ সাল: চ্যাম্পিয়নস ট্রফি (৮ দলের ১৫ ম্যাচ)
২০৩০ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)
২০৩১ সাল: ওয়ানডে বিশ্বকাপ (১৪ দলের ৫৪ ম্যাচ)