অনলাইন ডেস্ক
বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলা দলগুলোর মধ্য থেকেই বেশিরভাগ খেলোয়াড় জায়গা করে নিয়েছেন সেরা দলে। চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া থেকে রয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও পেসার জশ হ্যাজলউড। সেমিফাইনালে ছিটকে পড়া ইংল্যান্ড থেকে উইকেটরক্ষ হিসেবে আছেন জস বাটলার। তার সঙ্গে জায়গা করে নিয়েছেন মঈন আলীও।
অধিনায়ক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম। ফাইনালিস্ট নিউজিল্যান্ডের হয়ে দলে আছেন পেসার ট্রেন্ট বোল্ট। শ্রীলঙ্কা থেকে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ব্যাটার চারিথ আসালাঙ্কা রয়েছেন সেরা এই দলে। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন অ্যানরিখ নরকিয়া ও এইডেন মার্করাম। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে জায়গা করে নিয়েছেন পাক পেসার শাহীন শাহ আফ্রিদি।
একনজরে আইসিসি কর্তৃক বিশ্বকাপের সেরা দল
ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, অ্যাইডেন মারক্রাম, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, ট্রেন্ট বোল্ট, অ্যানরিখ নরকিয়া ও শাহীন শাহ আফ্রিদি (দ্বাদশ প্লেয়ার)।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা