প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুক্রবার কলকাতার ইডেনে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ভারত-বাংলাদেশের দিন রাতের টেস্ট ক্রিকেট ম্যাচ তিনি দেখবেন কম্যান্ডো ঘেরা বক্সে বসে। কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের একটি সূত্রে খবর, বাইশগজে প্রতিদ্বন্দ্বী হলেও মিত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ইডেন গার্ডেন্সে শুক্রবার বিশেষ নিরাপত্তা বলয় থাকছে।
জামাত-উল মুজাহিদন বাংলাদেশ-সহ একাধিক জঙ্গি সংগঠনের হুমকি থাকায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য বাড়তি সতর্ক কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, ইডেনে শেখ হাসিনার জন্য পৃথক একটি বক্স তৈরি হচ্ছে। সেটি ঘিরে রাখবেন কম্যান্ডোরা। ওই বক্সে হাসিনা এবং তাঁর ঘনিষ্ঠেরা থাকবেন। বাংলাদেশের একটি নিরাপত্তা দল ইতিমধ্যেই ইডেনের ওই বিশেষ সুরক্ষা ব্যবস্থা দেখে গিয়েছে।
হাসিনার নিজস্ব একটি নিরাপত্তা দল সেখানে থাকবে। তবে, শহরে থাকাকালীন তাঁর নিরাপত্তার মূল দায়িত্ব কলকাতা পুলিশেরই। সাম্প্রতিক কালে বিদেশি কোনও রাষ্ট্রপ্রধানের সফরে এমন কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্রে জানাচ্ছে, বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) যে এ রাজ্যে সক্রিয়, তার প্রমাণ অতীতে কয়েক বার মিলেছে। জেএমবির কয়েক জন ধরাও পড়েছে। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সামান্যতম ফাঁকও রাখতে চায় না পুলিশ। সে কারণেই নিরাপত্তার এত বাড়াবাড়ি।
ইডেন ম্যাচের উদ্বোধনী দিনে সাক্ষী থাকতেই শুক্রবার সকালে কলকাতায় আসেন শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফর হলেও মোদি নিজে উপস্থিত থাকতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা থাকলেও, তিনিও আসতে পারছেন না বলে জানা গেছে। ইন্ডিয়া টাইমস।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা