সিনিয়র স্টাফ রিপোর্টার : বিশিষ্ট নারীনেত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদের সহ- সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ সোমবার (৬ এপ্রিল) ভারতের গৌহাটি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। রাখী দাশ পুরকায়স্থ-এর আকস্মিক তিরোধানে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা এক শোক বার্তায় একথা বলেন। শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের নারী আন্দোলন ও নারীর ক্ষমতায়নের তিনি গত চার দশকেরও বেশি সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও এদেশের বিভিন্ন প্রগতিশীল আন্দোলন সংগ্রামে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দু:স্থ নারী ও শিশুদের ভাগ্যোন্নয়নে তিনি নিরলস কাজ করে গেছেন। তার এই আকস্মিক প্রয়াণে নারী আন্দোলন এবং সামগ্রিকভাবে প্রগতিশীল ও দু:স্থ মানুষের অধিকার রক্ষার সংগ্রাম বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হলো, যা খুব সহজে পূরণ হবার নয়। তিনি বলেন, এএলআরডি পরিবারের পক্ষ থেকে রাখী দাশপুরকায়স্থ-এর জীবনসঙ্গী বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংগঠক ও প্রগতিশীল রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য্যসহ তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থ-এর সাথে প্রগতিশীল আন্দোলন সংগ্রামের সম্পর্ক ছাড়াও পারিবারিকভাবে ঘনিষ্ঠ যোগাযোগ, আন্তরিক ও নিবিড় সম্পর্কের স্মৃতিশ্রদ্ধা ও বেদনার সাথে স্মরণ করছি। তার আত্মার চির শান্তি কামনা করছি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা