অনলাইন ডেস্ক
বানরগুলো মরে থাকার দৃশ্য ফেসবুকে এলাবাসীর কেউ আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে।
এ নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীও।
ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, স্থানীয় একটি বেকারি কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছে।
এ ব্যাপারে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, এ ঘটনা দুঃখজনক। বানরগুলো মাদারীপুরের ঐতিহ্য।
শত বছর ধরে এই বানরগুলো মানুষের প্রতিবেশীর মতোই বসবাস করে আসছে। কেউ কখনও মারেনি। কিছু অমানুষ এই বানরগুলোকে মেরে ফেলেছে।আমরা এর বিচার চাই।
এ ঘটনায় স্থানীয় জেলা বন বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য নেয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধের আগে এ বনে ১০ হাজারের মতো বানর ছিল। জঙ্গল কমে মানুষের বসতি বেড়ে যাওয়ায় খাদ্যাভাবে বানরের সংখ্যাও কমে গেছে।
জেলা বন বিভাগের তথ্য মতে, চরমুগরিয়ায় এখনও আড়াই হাজারের মতো বানর আছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা