অনলাইন ডেস্ক
গতকাল রোববার (২২ আগস্ট)) দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকায় পদ্মা নদীর শাখা খালে জাল দিয়ে মাছ ধরতে নামেন লিয়াকত নামে এক জেলে। তার জালে ধরা পরে বিরল হলুদ রঙের ওই সন্ধি কচ্ছপটি।
খবর পেয়ে জেলার বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়। কচ্ছপটি এখন রয়েছে শহরতলীতে অবস্থিত বন বিভাগের নিজস্ব নার্সারীতে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানতে পেরে ফরিদপুরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানিবিদ্যা বিভাগের বন্য প্রানী শাখার দুই শিক্ষার্থী ও একজন গবেষণা সহকারী। তার গবেষনার কাজে কচ্ছপটি নিয়ে যাওয়ার জন্য বন বিভাগের কাছে আবেদনও জানিয়েছেন।
ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের গবেষণা সহকারী আশিকুর রহমান সৌমি জানান, কচ্ছপটি সাধারণ দেশীয় প্রজাতির মিঠা পানির। কিন্তু এই যে হলুদ রং এই রঙের কারণেই এটি বিরল প্রজাতির কচ্ছপ হিসেবে বিবেচিত।
আমরা কচ্ছপের হলুদ রঙ ধারণ করা নিয়ে গবেষণা করছি। এটি আসলে কচ্ছপদের জিনগত একটি তারতম্য। এদের বৈজ্ঞানিক নাম লিসমিস পাঙকাটা যার বাংলা নাম সন্ধি কাছিম। গতবছর নরসিংদীতে এমন একটি কচ্ছপের সন্ধান পেয়েছিলাম। সাধারণত শরীরে জ্যান্তপিল নামক পদার্থের কারণে এদের গায়ে হলুদ রঙ হয়। আমরা এটিকে নিয়ে যাওয়ার জন্য বনবিভাগে আবেদন জানিয়েছি।
ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বলেন, উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি, এখনো কোনো সিদ্ধান্ত পাই নি। সিদ্ধান্ত পাওয়ার পরে জানাতে পারবো যে এটিকে গবেষণাগারে দেয়া হবে নাকি ছেড়ে দেয়া হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা