অনলাইন ডেস্ক
গেল শুক্রবার হঠাৎ করে বিসিবির ইন্ট্রেগ্রিটি ইউনিট গুরবাজের রুমে ঢুকে পড়েন। এ নিয়ে বিরক্তির কথা জানান তিনি। গতকাল (রোববার) হারের পর মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি ও ডিস্টার্বড।’
মিঠুন জানান, ‘সারা বিশ্বে খেলে বেড়ায়, আইপিএল খেলে। ওর তো অনেক নামডাক আছে। এটাকে ও খুব সিরিয়াসলি নিয়েছে, খুব ডিস্টার্বড হয়ে আছে। ওর ডিস্টার্বের কারণে তো দলেও প্রভাব পড়ছে। ও মানসিকভাবে ভালো না থাকলে ঢাকা টিম ভুগবে। আমরা ওকে বোঝাতে পারি, মানসিক সাপোর্ট দিতে পারি। তবে ও কীভাবে নেবে, নেগেটিভ থেকে পজিটিভে ফিরবে, এটা ওর ব্যক্তিগত বিষয়।’
গুরবাজ চলে যেতে চেয়েছিলেন কিনা জানতে চাইলে মিঠুন বলেন, ‘এ ধরনের একটা আলোচনা হয়েছিল। ওদের বোর্ডেরও সিগন্যাল ছিল, গাইডলাইন ছিল। ওটা ফলো করছিল। পরে সমাধান হয়েছে।’
মাঠের বাইরের এসব ব্যাপার মাঠে প্রভাব ফেলছে কিনা জানতে চাইলে মিঠুন জানান, ‘আসলে এটা বললে অজুহাত দেওয়া হয়ে যাবে। প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরে যা-ই হোক মাঠে নিজেদের ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সঠিক প্রক্রিয়া বজায় রাখা জরুরি। মাঠের বাইরে তো অবশ্যই অনেক ঘটনা ঘটছে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা